ভাগাভাগি [ভা.গা.ভা.গি][bʰa.ga.bʰa.gi]
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { পৃথকীকরণ | অখণ্ড পরিবর্তন | পরিবর্তন | ক্রিয়া | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ : পরস্পরের মধ্যে কোনো বিষয়ের যথাযথা অংশন ব্যবস্থা।
সমার্থক শব্দাবলি :
অংশা-অংশী, অংশাংশি,  ভাগাভাগি।
রেজি : devision into respective shares