ঞ্চ
বানান বিশ্লেষণ: প্+আ+ঞ্+চ্+অ
উচ্চারণ:  
[
পান্‌.চো] [pan.co]
শব্দ-উৎস: সংস্কৃত পঞ্চ>বাংলা  পাঞ্চ
পদ:

১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { অঙ্কবাচক সংখ্যা | পূর্ণ সংখ্যা | সংখ্যা |  সুনির্দিষ্ট পরিমাণ |  মাপ  | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ:
 ৪ সংখ্যক অঙ্কের পরবর্তী এবং ৬ অঙ্কের পূর্ববর্তী অঙ্কের নাম।
সমার্থক শব্দাবলি: ৫, পঞ, পাঁচ

 

২. বিশেষণ {সংখ্যাবাচক}
অর্থ: ৪ সংখ্যক অঙ্কের পরবর্তী এবং ৬ অঙ্কের মধ্যবর্তী অঙ্ক। ৪>৫<৬।

সমার্থক শব্দাবলি: পঞ্চ, পাঁচ, পঞ্চসংখ্যক

ব্দ বিবর্তন:

যৌগিক শব্দ:


সূত্র :