পাঞ্চ
বানান বিশ্লেষণ:
প্+আ+ঞ্+চ্+অ
উচ্চারণ:
[পান্.চো]
[pan.co]
শব্দ-উৎস:
সংস্কৃত
পঞ্চ>বাংলা
পাঞ্চ।
পদ:
১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { অঙ্কবাচক সংখ্যা | পূর্ণ সংখ্যা | সংখ্যা | সুনির্দিষ্ট পরিমাণ | মাপ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: ৪ সংখ্যক অঙ্কের পরবর্তী এবং ৬ অঙ্কের পূর্ববর্তী অঙ্কের নাম।
সমার্থক শব্দাবলি: ৫, পঞ, পাঁচ।
২. বিশেষণ {সংখ্যাবাচক}
অর্থ: ৪ সংখ্যক অঙ্কের পরবর্তী এবং ৬ অঙ্কের মধ্যবর্তী অঙ্ক। ৪>৫<৬।
সমার্থক শব্দাবলি: পঞ্চ, পাঁচ, পঞ্চসংখ্যক
শব্দ বিবর্তন:
সর্বপ্রাচীন নমুনা ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
গঅবরে তোলিয়া পাঞ্চজনা ঘোলিউ/কৃষ্ণপাদানাম। চর্যাগীতিকা-১২।
পাঞ্চ কেড়ু আল পড়ন্তে মাঙ্গে পিটত কাচ্ছী বান্ধী/ডোম্বীপাদানাম্। চর্যাগীতিকা-১৪।
মন তরু পাঞ্চ ইন্দি তসু সাহা/কাহ্নপাদানাম্। চর্যাগীতিকা-৪৫।
যৌগিক শব্দ:
পূর্বপদে পাঞ্চ: পাঞ্চজন্য, পাঞ্চভৌতিক, পাঞ্চশাব্দিক।