পঞ্চ
বানান বিশ্লেষণ:
প্+অ্+ঞ্+চ্+অ
উচ্চারণ:
[
১. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { অঙ্কবাচক সংখ্যা | পূর্ণ সংখ্যা | সংখ্যা | সুনির্দিষ্ট পরিমাণ | মাপ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |}
অর্থ: ৪ সংখ্যক অঙ্কের পরবর্তী এবং ৬ অঙ্কের পূর্ববর্তী অঙ্কের নাম।
সমার্থক শব্দাবলি: ৫, পঞ্চ, পাঁচ।
২. বিশেষণ {সংখ্যাবাচক}
অর্থ: ৪ সংখ্যক অঙ্কের পরবর্তী এবং ৬ অঙ্কের মধ্যবর্তী অঙ্ক। ৪>৫>৬।
সমার্থক শব্দাবলি: পঞ্চ, পাঁচ, পাঞ্চ,পঞ্চসংখ্যক
শব্দ বিবর্তন:
সর্বপ্রাচীন নমুনা ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
কাআ তরুবর পঞ্চ বি ডাল/লুইপাদানাম। চর্যাগীতিকা-১।
পঞ্চ তথাগত কিঅ কেড়ুআল/কৃষ্ণপাদানাম্। চর্যাগীতিকা-১৩।
পঞ্চ বিষঅরে নায়ক রে বিপখ কোবী ন দেখী/মহীধরপাদানাম্। চর্যাগীতিকা-১৬।
জই তুম্হে ভুসুকু অহেই জাইবে মারিহ সি পঞ্চজণা/ভুসুকাপাদানাম্। চর্যাগীতিকা-২৩
ডহি জো পঞ্চ পাটণ ইংদি বিসআ ণঠা/ভুসুকাপাদানাম্। চর্যাগীতিকা-৪৯
যৌগিক শব্দ:
পূর্বপদে পঞ্চ:
পঞ্চ-উপাসক, পঞ্চকন্যা, পঞ্চকর্ম, পঞ্চকষায়, পঞ্চকোল, পঞ্চকোষ, পঞ্চক্রোশী,
পঞ্চগঙ্গা, পঞ্চগব্য, পঞ্চগুণ,
পঞ্চগৌড়, পঞ্চগ্রাস, পঞ্চচত্বারিংশ, পঞ্চচামড়, পঞ্চচূড়া, পঞ্চজন, পঞ্চঝুঁটি,
পঞ্চতত্ত্ব, পঞ্চতন্ত্র, পঞ্চতন্মাত্র, পঞ্চতপা, পঞ্চতিক্ত, পঞ্চতীর্থ,
পঞ্চত্রিংশ, পঞ্চদশ, পঞ্চদশী, পঞ্চদীপ, পঞ্চদেবতা, পঞ্চধা, পঞ্চনখ, পঞ্চনদ,
পঞ্চনবতি, পঞ্চনবতিতম, পঞ্চনবতিতমী, পঞ্চনীরাজন, পঞ্চপঞ্চাশ, পঞ্চপঞ্চাশৎ,
পঞ্চপল্লব, পঞ্চপাণ্ডব, পঞ্চপাত্র, পঞ্চপিতা, পঞ্চপিত্ত, পঞ্চপ্রদীপ,
পঞ্চপ্রাণ, পঞ্চপ্রেত, পঞ্চবক্ত্র, পঞ্চবটী, পঞ্চবর্গ, পঞ্চবর্ণ, পঞ্চবল্কল,
পঞ্চবাণ, পঞ্চবায়ু, পঞ্চবিংশতি, পঞ্চবৃক্ষ, পঞ্চবেদ, পঞ্চভদ্র, পঞ্চভুজ,
পঞ্চভূত, পঞ্চভূতময়, পঞ্চভূতময়ী, পঞ্চভুতাত্মক, পঞ্চভূতাত্মিকা, পঞ্চভৌতিক,
পঞ্চমহাপাতক, পঞ্চমহাযজ্ঞ, পঞ্চমাস্য, পঞ্চমুখ, পঞ্চমুখা, পঞ্চমুখী,
পঞ্চমুদ্রা, পঞ্চমূল, পঞ্চমূলী, পঞ্চযজ্ঞ, পঞ্চরং, পঞ্চরঙ, পঞ্চরত্ন, পঞ্চরসা,
পঞ্চরাত্র, পঞ্চলক্ষণ, পঞ্চলক্ষণা, পঞ্চলক্ষণী, পঞ্চলবণ, পঞ্চলোহক, পঞ্চশত,
পঞ্চশব্দ, পঞ্চশর, পঞ্চশস্য, পঞ্চশাখ, পঞ্চশিখ, পঞ্চষষ্টি, পঞ্চষষ্ঠী,
পঞ্চষষ্টিতম, পঞ্চষষ্টিতমী, পঞ্চষট, পঞ্চসপ্ততি, পঞ্চসপ্ততিতম, পঞ্চসুগন্ধিক,
পঞ্চসূনা, পঞ্চস্বর, পঞ্চাগ্নি, পঞ্চাঙ্ক, পঞ্চাঙ্গ, পঞ্চাঙ্গুল, পঞ্চাঙ্গুলি,
পঞ্চাতপা, পঞ্চানন, পঞ্চানন্দ, পঞ্চান্ন, পঞ্চামারা, পঞ্চামৃত, পঞ্চাম্র,
পঞ্চাম্ল, পঞ্চাম্লায়, পঞ্চায়ুধ, পঞ্চাশীতি, পঞ্চাস্য, পঞ্চেন্দ্রেয়,
পঞ্চোপচার, পঞ্চোপাসক।
প্রত্যায় সাধিত শব্দ: পঞ্চক, পঞ্চতা, পঞ্চাল, পঞ্চালিকা, পঞ্চাশ, পঞ্চাশিকা।